ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

নদীতে ঝাঁপদিয়ে প্রাণে বেঁচে যাওয়া সাংবাদিক পরিবারের সদস্য দেবস্মিতা পেয়েছে জিপিএ-৫

 নদীতে ঝাঁপদিয়ে প্রাণে বেঁচে যাওয়া সাংবাদিক পরিবারের সদস্য দেবস্মিতা পেয়েছে জিপিএ-৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের সময় বড় ভাই ও মায়ের সঙ্গে নদীতে ঝাঁপদিয়ে প্রাণে বেঁচে যাওয়া সাংবাদিক বিনয় ভূষন কর্মকার, খোকন ও মাধবী কর্মকারের কন্যা দেবস্মিতা কর্মকার  বৃষ্টি এবারের এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

দেবষ্মিতা বৃষ্টি বরগুনা পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমীর বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী ছিল। রেজিসট্রেশন নম্বর-১৮১৫৭৬৫২৬৫,রোলনং-১০৮৪৪৫।বৃষ্টির সাথে আলাপকালে জানান,বিশ্ব ¯্রষ্টার নিকট প্রার্থনা জানাই আমাকে সুস্থ রাখার জন্য। স্বাভাবিক হতে সময় লাগবে। তামলিমা একাডেমীর স্যারদের প্রতি আমি চির কৃতজ্ঞ। বৃষ্টি সকলের দোয়া প্রার্থী, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে চায়।  

বরিশালের সন্তান গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার নুসরাত জাহান নিপাকে মওলানা ভাসানী পাঠাগার থেকে সংবর্ধনা শুক্রবার বিকেল ৪টায় পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা বরিশালের বিশিষ্ট সংস্কৃতিজন ও সমাজসেবক জীবন কৃষ্ণ দে,  বিশিষ্ট আইনজীবী সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী, পাঠাগারের অর্থ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মিরাজ সহ পাঠাগারের অন্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য জীবন কৃষ্ণ দে বলেন,  বর্তমান বাংলাদেশে ঘরে বদ্ধ নারীর মুক্তির দিশা হিসেবে আজ নিপা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। নিপার এই অর্জন আমাদের সকলকে অনুপ্রেরণা জোগাবে৷ মওলানা ভাসানী পাঠাগার ভবিষ্যতে এমন আরো ব্যক্তিদের মেধার বিকাশে সহায়তা করবে। সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, নীপা আমাদের অহংকার। নীপার মতো সকল নারীদের সৃজনশীল কাজে এগিয়ে আসতে হবে। মওলানা ভাসানী পাঠাগার তার সাধ্যমত চেষ্টা করছে সকলের দোর গোড়ায় বই পৌছে দিতে। করোনাকালীন সময় আমরা পাঠাগার সকলের জন্য উন্মুক্ত রেখেছি। এবং প্রয়োজনে পাঠকদের বাসায় বই পৌছে দিয়েছি। নিপার অর্জন আগামীতে আমাদের সকল শুভ কাজে অনুপ্রেরণা হয়ে থাকবে ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন