ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান অব্য‍াহত ছিল।

বিসিজি দক্ষিণ জোনের অধীনস্থ পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী, পিও জানান, তার নেতৃত্বে পাথরঘাটা উপজেলাধীন বিশখালী নদীতে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাথরঘাটা, নিশানবাড়ীয়া, লালদিয়া, সোনাতলা, বাদুরতলা,  রুহিতা এলাকায় এ অভিযান অব্যাহত ছিল। তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার চরঘেরা, ১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

পরবর্তীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন