কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।
বিসিজি দক্ষিণ জোনের অধীনস্থ পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী, পিও জানান, তার নেতৃত্বে পাথরঘাটা উপজেলাধীন বিশখালী নদীতে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাথরঘাটা, নিশানবাড়ীয়া, লালদিয়া, সোনাতলা, বাদুরতলা, রুহিতা এলাকায় এ অভিযান অব্যাহত ছিল। তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার চরঘেরা, ১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এমবি