একজন বিপ্লবী নেতার প্রস্থান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরগুনা জেলা শাখার বিপ্লবী সভাপতি, মুক্তি যুদ্ধের ৯ নং সেক্টরের অধীন বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া সাব সেক্টরের দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমরেড আ: হালিম মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কমরেড হালিম আমৃত্যু শোষিত, বঞ্চিত ও নিপিড়িত মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি ছিলেন সমাজতান্ত্রিক রাজনীতির ধারক ও বাহক, বিশিষ্ট সমাজ সেবী ও সকল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব।
সংগ্রামী এ নেতার মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব সহ সকল রাজনৈতিক দলসমূহ শোক জানিয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমরেড হালিমের এক সময়ের রাজনৈতিক সহচর চীত্ত রঞ্জন শীল বলেন
ক্ষেতমজুর তথা শ্রমজীবি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা,অকপট সত্যপ্রিয়,অসময়ের সাহসী রাজনীতিবিদ আমাদের প্রিয় হালিম ভাই আমাদের ছেড়ে চলে গেলেন শেষ বারের মত।যেখান থেকে কেউ আর কোন দিন ফেরেনা।ছাত্র রাজনীতি,মহান মুক্তিযুদ্ধ,দেশগঠন,স্বৈরাচার বিরোধী আন্দোলন,স্থানীয় ও জাতীয়দাবী আদায়ে রাজপথের এ সৈনিককে আর রাস্তা কাঁপাতে দেখা যাবেনা। তার স্মৃতি থাকবে বহুদিন ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার পুরানা পল্টন মুক্তিভবনের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা বুধবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি বেতাগী উপজেলার বুড়া মজুমদার গ্রামে অনুষ্ঠিত হবে।
মরহুমের তৃতীয় জানাজা আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪ টায় বরগুনার আবুল হোসেন ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।
এমবি