ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী সেকান্দারখালী গ্রামের নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সী(২০) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা সূত্রে জানা যায়, নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সাগর মুন্সী(২০) ঘটনার পর থেকে পলাতক ছিল। মামলার বাদী আলীমের সহযোগিতায় মঙ্গলবার দুপুর ১২টার সময় ঢাকার হাজারী বাগ থানার মধু বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার ওসি(তদন্ত) রনজিৎ সরকারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলা সেকান্দারখালী গ্রামের আলমগীর মুন্সির (৪৮) (আলানুর) মা আলেয়া বেগম (৬০) চাচাতো ভাসুরের ছেলে নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগমের কাছ থেকে গত বছর ২০২০ সালের ১০ কেজি চাল ধার নেন। ওই চাল গত এক বছর ধরে পরিশোধ করেননি আলেয়া। এ নিয়েই বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগম বলেন, চাচী আলেয়া বেগম গত বছর ১০ কেজি চাল ধার নেন। ওই চাল এক বছরেও পরিশোধ করেননি। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আমার ঘরে চাচী আসলে আমি ওই ধার নেওয়া চাল তার কাছে চাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার ছেলে আলানুর, নাতী সাগর, জামাতা খলিল সিকদার, মেয়ে খালেদা ও আসমাকে পাঠিয়ে দেন। তারা এসে আমার স্বামীকে ছুরি মেরে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

উল্লেখ্য, দশ কেজি  ধারের চালের জন্য ছুরিকাঘাতে নুরুল ইসলাম খুন হন ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর। ঐ দিন রাতেই নিহতের ছেলে আলীম বাদী হয়ে সাগর মুন্সীসহ ৭ নকে আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত আলানুর মুন্সি ও তার মা আলেয়া বেগম, বোন খালেদা ও আসমাকে গ্রেফতার করেছিল  থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে  আলানুর মুন্সী ছাড়া আলেয়া বেগম, বোন খালেদা ও আসমা জামিনে রয়েছেন। প্রধান আসামী সাগর মুন্সী (২০) পলাতক ছিল।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন  নুরুল ইসলাম হত্যা মামলার প্রদান আসামী সাগর মুন্সী (২০)কে ঢাকা থেকে গ্রেফতার করে আমতলী থানয় আনা হয়েছে। বুধবার  আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন