ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় ট্রাক ও মাহিন্দ্রা সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

বরগুনায় ট্রাক ও মাহিন্দ্রা সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় ট্রাক ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শারমিন নামে একজন নিহত  হয়েছে। আহত হয়েছে চারজন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বরগুনা থেকে বড়ইতলা ফেরিঘাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ছোট পোটকাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাহানাজ (৫০), রায়হান (১৭), আ: করিমকে (৭৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পোটকাখালী এলাকার একটি বাইপাস সড়ক থেকে একটি মাহিন্দ্র মহাসড়কে ওঠার সময় সার ভর্তি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা উদ্ধার আহতদের করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারমিন নামে একজন মৃত্যুবরণ করেন। 

সহকারী সার্জন ডাক্তার সবরুকা রাশেদী বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা করে বেশিগুরুতর দু'জনকে আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বরগুনা সদর সার্কেল (এএসপি) মেহেদি হাসান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করেছি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন