ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বর্ণাঢ্য আয়োজনে আমতলী প্রিমিয়ার লীগ সিজন ৮ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে আমতলী প্রিমিয়ার লীগ সিজন ৮ উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী পৌরশহরের শুক্রবার  বর্ণাঢ্য আয়োজনে আমতলী প্রিমিয়ারলীগ (এপিএল)-সিজন ৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আমতলী এম ইউ বালক  বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্ভোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশীদ।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে  আমতলী প্রিময়ার লীগ খেলার সমন্বয়কারী সাংবাদিক ক্লাব আমতলীর সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমনের সঞ্চণালয়ে  লীগ কমিটির চেয়ারম্যান সোহাগ সিকদারের তত্ত¡াবধানে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মো. নাজমুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন. পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম তিঠু।

টুর্নামেন্ট ৮টি দল খেলায় অংশগ্রহণ করছেন। ফাইনাল সহ প্রত্যেক দলের ৩টি করে খেলায় অংশগ্রহনের সুযোগ থাকবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো ঈসাল এক্সপ্রেস, থান্ডার বোল্ড,টেপুরা গøাডির্য়াস, সবুজ বাগ কিংস. ডবএসএল আমতলী ইউনিট, নুহা টাইটান্স, আমড়াগাছিয়া একাদশ। 

আয়োজক কমিটির সমন্বয়ক মো. নিয়াজ মোর্শেদ ইমন  জানান, মাদক থেকে যুব সমাজকে রক্ষা ও সমাজের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখার প্রয়াসে আমতলী প্রিমিয়ার লীগ এপ্্িরল প্রতিবিছর  এ টুর্ণামেন্টের আয়োজন করে। নতুন বছরের ৩১ই জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন