ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

তালতলীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনে পাঁচ পদে ১৬ প্রার্থী

তালতলীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনে পাঁচ পদে ১৬ প্রার্থী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলী মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নির্বাচনে জমজমাট প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে মাছ বাজারসহ আশপাশের সড়ক ও গলিগুলোতে। 

মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫টি পদে মোট ১৬ জন প্রার্থী। এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৫টি পদে ১৬ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। সমিতির এ নির্বাচনে ১৮০ জন ভোটার রয়েছেন। প্রার্থীতা তালিকায় সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিন, সম্পাদক পদে দুই, কোষাধ্যক্ষ পদে তিন ও সদস্য পদে পাঁচজন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আগামী ৮জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচন সামনে রেখে শহরজুড়ে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন। প্রায় সকল প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলছে নানামুখী প্রচার। এরই মধ্যে প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ।

সভাপতি পদে তিন জন, মোঃশাহজাহান হাওলাদার (মোরগ), মোঃ মিজান কাজী (টিউবয়েল),মোঃ হারুন রশিদ (চেয়ার) ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন হলেন, মোঃ খলিলুর রহমান (হাস), মোঃ আল- আমিন (দেওয়াল ঘড়ি)। 


সহ-সভাপতি পদে তিনজন হলেন, মোঃ কালাম হাওলাদার ( ফুটবল), মোঃ মজিবর হাওলাদার (সিলিং ফ্যান) মোঃ আনোয়ার তালুকদার ( টেলিভিশন)। কোষাধ্যক্ষ পদে দুইজন হলেন, মোঃ মজিবুর রহমান মৃধা (কলস) মোঃ মনির হাওলাদার (হরিণ)। সদস্য পদে পাঁচজন হলেন, মোঃ আলা-আমিন হাওলাদার (আপেল), মোঃ সোবাহান মিয়া (টিয়া পাখি), মোঃজালাল হাওলাদার (উড়োজাহাজ), মোঃ বশির মৃধা (দোয়াত কলম), মোঃহাবিল সওদাগর ( তালা)। 

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার আবু ছিদ্দিক বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন