ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

আমতলীতে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী উপজেলার  পৌরসভা চাওড়া, হলদিয়া, কুকুয়া, আমতলী সদর ইউনিয়নের  উপর দিয়ে প্রবাহিত ৩০ কিলোমিটার দৈর্ঘ্য খালে পাড়ে বসবসরত লক্ষাধীক মানুষের দুর্ভোগ লাঘবে আমতলী-সুবন্ধি নামক প্রকল্পে ৭’শ ৫১ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন হয়েছে।

গত মঙ্গলবার মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সভাপতিত্বে একনেক  বৈঠকে এ প্রকল্প অনুমোদন হয়।  প্রকল্প অনুমোদনের খবর জানারপর  ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

জানাগেছে, সরেজমিনে দেখা যায়, ত্রিভুজ আকৃতির ৩০ কিলোমিটার দৈর্ঘ্য ও এ নদীটি উপজেলার হলদিয়া, কুকুয়া, চাওড়া, আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার ৩০টি গ্রামের উপর দিয়ে প্রবাহিত। নদীর সুবন্ধি অংশে বাঁশবুনিয়া নদী, ঘুঘুমারী অংশে টিয়াখালী ও আমতলীর অংশে পায়রা নদীর সাথে সংযোগ রয়েছে। প্রাকৃতিক জলোচ্ছাস ও লবনাক্ততার হাত থেকে মানুষ ও সম্পদ রক্ষায় ২০০৯ সালে বাঁশবুনিয়া নদীর একাংশ সুবন্ধি নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। কিন্তু এতে পানি প্রবাহ বিঘিœত হয়। ২০১৫ সালে চাওড়া ও সুবন্ধি নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সুবন্ধি বাধে দু’ব্যান্ডের স্লুইজ নির্মাণ করা হয়।

১৯৬৭ সালে জুলেখা খালে পাঁচ কপাট ও উত্তর টিয়াখালী খালে পাঁচ কপাট এবং ঘুঘুমারিতে এক কপাটের স্লুইজ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। সুবন্ধির পাি ন প্রবাহিত না হওয়ায় এই খাল জুড়ে কচুরী পানায় পরিবেশ দুষিত হয়ে মারাত্ত্বক আকার ধারন করেছে। ওই খালের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে। এমনকি গবাদি পশুও ওই পানি ব্যবহার করছে না।

এ খালের দু’পাড়ের প্রায় লক্ষাধীক মানুষের জনদুর্ভোগে পরিনত হয়েছে। ফলে খালের পানি প্রবাহ নিশ্চিতকরন ও অবৈধ দখল খাল মুক্তোর দাবীতে বিভিন্ন সংগঠন, গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা আন্দোলন করে আসছে। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে চাওড়া নদীর পানি নিষ্কাশন ও কচুরীপানা অপসারনে ২০১৬ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ৭’শ ৫১ কোটি টাকার আমতলী-সুবন্ধি মেগা প্রকল্প অনুমোদনের জন্য কারিগরি প্রতিবেদন পানি উন্নয়ন বোর্ডের  প্রধান কার্যালয় জমা দেয়। প্রকল্প এলাকা দেখতে কয়েক দফায় পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট দফতরের উর্ধতন কর্মকর্তারা। এ প্রকল্পের মধ্যে রয়েছে ৪৩/১ পোল্ডারের লোচা খালে ৫ ব্যান্ডের স্লুইজ, সোনাগজা ২ ব্যান্ডের স্লুইজ, সেনের হাট ২ ব্যান্ডের  স্লুইজ ও পূর্বচিলা ২ ব্যান্ডের স্লুইজ নির্মাণ, ঘুঘুমারি ২ ব্যান্ডের স্লুইজ, আমড়াগাছিয়া গুদির খালে এক ব্যান্ডের স্লুইজ, ছুরিকাটা মহাসড়কে কালভার্ট, চন্দ্রাপাতাকাটা ও কাউনিয়া বাঁধে ২ টি কালভার্ট, পশ্চিম ঘটখালী ও কৃষ্ণনগর ২ টি আউটলেট ও ছোট সোনাউডা খালের আউটলেট নির্মাণ। এছাড়াও ৬১ কিলোমিটার খাল খনন ও ১৫ কিলোমিটার খালের কচুরীপানা উত্তোলন রয়েছে এ প্রকল্পে। এই পোল্ডারের আওতায় পশ্চিম ঘটখালী নামক স্থানের পায়রা নদীর তীরে এক কিলোমিটার প্রতিরক্ষামূলক (ব্লক) নির্মাণ এবং আমতলী পৌরসভার ২৫০ মিটার পায়রা নদীর তীরে ব্লক স্থাপন।

৪৪/বি পোল্ডারের পায়রা নদীর পশুরবুনিয়া নামক স্থানে সাড়ে তিন কিলোমিটার প্রতিরক্ষামুলক ব্লক স্থাপন ও কচুপাত্রা দোনের বগী খালের গোড়ায় ৫ ব্যান্ডের স্লুইজ নির্মাণ করা হবে। কারিগরি প্রতিবেদন জমা দেয়ার পাঁচ বছর পরে আমতলী-সুবন্ধি প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন হয়। এতে লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে আশা ভুক্তভোগীদের। একনেকে প্রকল্প অনুমোদন হওয়া খবর জানার পর  তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  অভিনন্দন জানিয়েছেন।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভুয়াসী প্রশংসা করে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। স্বাধীনোত্তর ৭’শ৫১ কোটি টাকার এতো বড় প্রকল্প বরগুনা জেলার আর হয়নি। আমতলী-তালতলী উপজেলা হলো প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা । তার অঞ্চলে উন্নয়ন তো হবেই। তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চল উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তা থেকে আমতলীও বিমুখ হয়নি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মোঃ কায়ছার আলম বলেন,  আমতলী-সুবন্ধি প্রকল্পে ৭’শ ৫১ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। ওই প্রকল্পে ৬১ কিলোমিটার খাল খনন, পায়রা নদীর ভাঙ্গন রোধে ৫ কিলোমিটার ব্লক নির্মাণ ও পানি প্রবাহ নিশ্চিত ও কৃষকদের জমি চাষাবাদ সুগম করতে ১৮ টি রেগুলেটর নির্মাণ করা হবে। শীঘ্রই  এ প্রকল্পের কাজ শুরু হবে।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন