ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

বাস খাদে পড়ে পথচারীসহ আহত ৩০

বাস খাদে পড়ে পথচারীসহ আহত ৩০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ভোলা-চরফ্যাসন সড়কের বেদরকারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।  

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে দুর্ঘটনা কবলিত বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ বাসটি উদ্ধারের জন্য মালিক সমিতির সঙ্গে কথা বলেছেন তিনি। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে বলে জানান ওসি।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন