ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news
মনপুরায় চেয়ারম্যান বাড়িতে হামলা

অবশেষে সেই আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা, আটক ২

অবশেষে সেই আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা, আটক ২
মনপুরায় বর্তমান চেয়ারম্যানের বাড়িতে হামলা মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় ১ নং মনপুরায় ইউনিয়নে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা করে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন। অবশেষে ওই হামলার ঘটনার একদিন পর শনিবার সেই সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। হামলার ঘটনায় বর্তমান চেয়ারম্যানের ভাই আবদুস সালাম বাদী হয়ে ৪২ জনকে আসামী করে থানায় মামলা করে ।

এদিকে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নে একের পর এক হামলা ও সংঘর্ষের ঘটনায় আতংক ও উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে ১০ হাজার বাসিন্দারা।


এছাড়াও হামলা ও মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনসহ অন্যান্য ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক না হওয়ায় আতংকে দিন পার করছে বর্তমান চেয়ারম্যান পরিবারের সদস্যরা। এদিকে মামলা তুলে নিতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সহ ক্যাডাররা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বর্তমান চেয়ারম্যানের ভাই মিজান।

 

তবে হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামে।

এই ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আ’লীগে আসা আলাউদ্দিন এখন আ’লীগ সহ সাধারন মানুষের জন্য মূর্তিমান আতংক। এমন কোন অপকর্ম নেই সে করেনা। আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারের জন্য আমার বাড়িতে হামলা করে। আমি সুষ্ঠ বিচার দাবী করছি।


এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, থানায় মামলা হয়েছে। হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করা হয়েছে। সকল আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।


উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯ টায় সাবেক চেয়ারম্যানের নের্তৃত্বে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় চেয়ারম্যানের বৃদ্ধ মা, দুই ভাইসহ ১০ জন আহত হয়। এছাড়াও বর্তমান চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।


 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন