ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

দু'টি তক্ষক সহ একজনকে আটক করেছে র‍্যাব

দু'টি তক্ষক সহ একজনকে আটক করেছে র‍্যাব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী বাজারে কাঠ ব্যবসার আড়ালে বন্যপ্রাণী তক্ষক বিক্রিই যার পেশা। শনিবার রাতে পটুয়াখালী র‍্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে শাহআলম(৩৪) এমন এক প্রতারক কাঠ ব্যবসায়ীকে মূল্যবান ২টি তক্ষক বিক্রির প্রস্তুতির সময় তক্ষক সহ আটক করেছেন।

র‍্যাব-৮ এর সূত্রে জানা যায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন,দক্ষিণ চরদুয়ানী গ্রামে শাহ আলম নামের একজন কাঠ ব্যবসায়ী কাঠ ব্যাবসার আড়ালে তক্ষক বিক্রির ব্যবসা করে আসছেন। শনিবার রাতে তক্ষক বিক্রির প্রস্তুতির সময় চরদুয়ানী বাজার থেকে র‍্যাব -৮ এর অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহীদুল ইসলাম(এস) এর নেতৃত্বে ২টি তক্ষক সহ তাকে আটক করা হয়।

এ সময় শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঠ ব্যবসার আড়ালে তক্ষক ব্যবসাই তার আসল ব্যবসা। উদ্ধার দু'টি তক্ষকের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান শাহ আলম। শাহ আলমের বিরুদ্ধে পাথরঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এবং বণ্যপ্রাণী আইন(সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন