ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে কোরআন প্রতিযোগিতায় মাদ্রাসার দু' ছাত্রের সাফল্য

 আমতলীতে কোরআন প্রতিযোগিতায় মাদ্রাসার দু' ছাত্রের সাফল্য
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আমতলীতে ধর্মীয় কোরআন শিক্ষায় আল হেরা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসাটি ২০২২ সালে জেলা কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন আমতলী হাফিজিয়া  মাদ্রাসার ছাত্র, মোহাম্মদ দীন ইসলাম ও মো. আব্দুল খালেক।  ৯ জানুয়ারি রবিবার ঐ মাদ্রাসার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি হাজী সোহেল ।  আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা শফিউল আলম কালামপুরি, কুকুয়া ইউনিয়নের ছদর আলহাজ্ব ক্বারী আব্দুর রশিদ , হযরত মাওলানা আব্দুস সাত্তার সহ অন্য অন্য ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও অভিভাবকরা ।


জানা গেছে, ৫ জানুয়ারি বরগুনা সদরঘাট জামে মসজিদে প্রাঙ্গণে বরগুনা জেলার ৪৫ টি হাফিজি মাদ্রাসা প্রায় দুই শতাধিক ছাত্রদের নিয়ে  কোরআন প্রতিযোগিতা শুরু হয় ।এতে ১ থেকে ১০ পারারা ভিতর তৃতীয়  স্থান এবং  ২১ থেকে ৩০ পারা চতুর্থ স্থান লাভ করেন মাদ্রাসার ছাত্র মো. দ্বীন ইসলাম, ও আব্দুল খালেক।


আল হেরা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ বেলাল বলেন, আল্লাহ রহম করলে এই ছাত্রদের দিয়েই দিয়ে আমি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করাবো। এবং সকলের দোয়া ও সঠিক পরামর্শ নিয়ে সামনের দিনগুলো পরিচালনা করতে চান বলেও তিনি জানান।

উল্লেখ্য,  মাদ্রাসাটি ২০১৯ সালে আমতলী উপজেলার মহিষকাটা বাজারের উত্তর মাথায় আল হেরা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসাটি অবস্থিত। আর তারই সফলতায় ২০২২ সালে বরগুনা জেলা এবং উপজেলায় ভিতরে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন মাদ্রাসাটি। বর্তমানে এই মাদ্রাসার ছাত্রদের সংখ্যা ১২০ জনের মতো। হেফজখানার ৩০ জন আর নাজেরা বিভাগে ৬০ জন ও নূরানী বিভাগ ৩০ জন ছাত্র রয়েছেন। ৮জন শিক্ষক মাধ্যমেই অত্র মাদ্রাসার পান করানো হয়।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন