পূর্বাভাস ভিত্তিক দ্রুত সাড়াদানে অবহিতকরণ সভা

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানীতে ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহে পূর্বাভাস ভিত্তিক দ্রুত সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় চরদুয়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্লান বাংলাদেশের কারিগরি সহযোগিতায় স্যাপ বাংলাদেশ এ কার্যক্রম পরিচালনা করবে।
প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. আব্দুস সালামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল। বক্তব্য রাখেন, চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার হালদার, ৪ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন, স্যাপ বাংলাদেশের পাথরঘাটা কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ।
এসএমএইচ