পাথরঘাটায় ২০ মন জাটকা জব্দ

বরগুনার পাথরঘাটার নতুন বাজার খালে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন।
আজ শুক্রবার সকাল ৯টার সময় ট্রলারসহ জাটকা গুলো জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে বিভিন্ন এতিমখানায় ইলিশ গুলো বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশান কমান্ডার লেঃ এইচ এম এম হারুন অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু জেলে জাটকা ইলিশ শিকার করে বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে যাচ্ছিল। এসময় ওই ট্রলারটি তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ হরা হয় এবং ট্রলারটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এইচকেআর