ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীর ২৪ হাজার শিক্ষার্থী পেল ফাইজারের টিকা

আমতলীর ২৪ হাজার শিক্ষার্থী পেল ফাইজারের টিকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে প্রথম ধাপে ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা পেয়েছেন। জন্ম-নিবন্ধনের সনদের মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে।

টিকা গ্রহণ শেষে আমতলী সরকারী একে হাইস্কুলের শিক্ষার্থী মো. সাখোয়াত হোসেন সংগ্রাম জানান, আমরা ফাইজারের টিকা পেয়ে অনেক খুশি। প্রথম দিকে ব্যথা লাগবে ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু কখন যে টিকা দিয়ে দিয়েছে বুঝতেই পারিনি, টিকা নিতে পেরে আমার ভালো লাগছে।

দশম শ্রেণির শিক্ষার্থী  হাফছা  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা টিকা পেয়ে খুব খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাক একাডেমিক সুপার ভাইজার মো. সেলিম মাহমুদ  জানান, বিদ্যালয় অনুযায়ী টিকা প্রদানের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের   ২৪ হাজারশিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুনায়েম সাদ জানান, উপজেলার স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এই টিকার যাবতীয় কার্যক্রম করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। আমরা শুধু টিকা সংরক্ষণ ও প্রয়োগের কাজ করছি। তিনি আরও বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও এই টিকা সংরক্ষণের মতো কোনো ফ্রিজ নেই। তাই সব শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন