পাথরঘাটায় ৩২০ কেজি জাটকা জব্দ
বরগুনার পাথরঘাটায় একটি মাছ ধরা ট্রলার থেকে ৩২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে লালদিয়া এলাকায় এফবি মিতু ট্রলার থেকে এ মাছগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, নিয়মিত টহলকালে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এফবি মিতু ট্রলার থেকে ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ গুলো স্হানীয় এতিমখানা, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। ফিশিং ট্রলার টি মৎস্য কর্মকর্তা কর্তৃক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এমবি