বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরগুনায় ৫৫০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৯৫ হাজার টাকাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। বুধবার (১৯ জানুয়ারি) সকালে বরগুনা পৌরশহরের আমতলার পাড় (৮নং ওয়ার্ড) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া গোপাল সাহা (৩৪) ওই এলাকার অধিক কুমার সাহার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা ১৯ জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে মাদক কারবারি গোপাল সাহার বাড়িতে অভিযান চালায়। এসময় গোপালের শোয়ার ঘরের তোষকের নিচ থেকে ৫৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করে তারা।
এরপর দুপুরে গোপাল সাহাকে গ্রেপ্তার দেখিয়ে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বরগুনার আমতলার পাড়ের একটি বাড়িতে বিপুল পরিমান ইয়াবাসহ কয়েকজন অবস্থান করছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ একজনকে আটক করি।
এইচকেআর