ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে ইটভাটার ক্যাশিয়ারকে কুপিয়ে টাকা ছিনতাই

 আমতলীতে ইটভাটার ক্যাশিয়ারকে কুপিয়ে টাকা ছিনতাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীর কুকুয়া ইউপির রায়বালা গ্রামের এমএমবি ব্রিকসের ক্যাশিয়ার মো. নিজাম চৌকিদারকে কুপিয়ে আহত করে  ৫ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত অনুমান  ৮টা ৪৫ এর সময় এমএমবি ব্রিকসের কাশিয়ার মো. নিজাম চৌকিদার  ইটভাটা থেকে বাড়ী ফেরার পথে মহিষকাটা বাজার সলগ্ন পশ্চিমকেওয়াবুনিয়া রাস্তার স্লুইজ সলগ্ন সড়কের মোল্লা বাড়ী নিকটে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দ্বারা ক্যাশিয়ার নিজামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে  নিজামের সাথে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে  নিজামকে ফেলে রেখে চলে যায় ।  

স্থানীয় লোকাজন মহিষকাটা বাজার থেকে বাড়ী যাওয়ার পথে মোল্লা বাড়ীর নিকট রাস্তায় নিজামকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে  দেখে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমতলী উপজেলা স্বাহ্য কমপ্লেক্সে নিজামকে নিয়ে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায়  হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত মেডিকেল অফিসার ডা: তানজিরুল ইসলাম  বলেন নিজামে হাতে ও পায়ে কোপের  আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটানোর চিহ্ন রয়েছে।

এমএমবি ব্রিকসের ম্যানেজার মো. জসিম  গাজী বলেন, নিজাম প্রতিদিনের মত  বৃহস্পতিবার রাতেও  ইটভাটার ইট ব্রিক্রয় করার  টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা নিজামকে কুপিয়ে পিটিয়ে  ৫ লাখ টাকা নিয়েগেছে।


আমতলী থানার  অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন