হিসাবরক্ষককে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
বরগুনার আমতলীতে মো. নিজাম (৩৫) নামের একজনকে কুপিয়ে আহত করে ৫ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া সড়কে এঘটনা ঘটে। আহত নিজাম একই ইউনিয়নের রায়বালা গ্রামের এমএমবি ব্রিকসের হিসাবরক্ষক।
আহত নিজাম জানান, ইটভাটা থেকে বাড়ী ফেরার পথে পশ্চিম কেওয়াবুনিয়া সড়কে মনিরুল ইসলাম, ইউসুফ বয়াতী, ফাহাদ ও জসিম খানসহ এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার পথ আটকে দাঁড়ায়। এসময় তারা নিজামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং সাথে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
স্থানীয়রা জানান, নিজামকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম বলেন, নিজামের হাতে-পায়ে কোপের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটানোর চিহ্ন রয়েছে।
এমএমবি ব্রিকসের পরিচালক জসিম গাজী বলেন, প্রতিদিনের মত নিজাম বৃহস্পতিবার রাতেও ইটভাটার ইট বিক্রির টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে চাঁদাবাজ সন্ত্রাসীরা নিজামকে কুপিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
আহত নিজামের পরিবার জানায়, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর