আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনার আমতলীতে ৭১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) রাতে বরিশালের বাকরগঞ্জ উপজেলার খেজুরা ভরব পাশা গ্রামের মো. মহসিন নকিব (২২) ও আমতলী উপজেলার সোনাউটা গ্রামের মো. সুজন শরীফ (২০) আমতলীর মানিকঝুড়ি এলাকায় ইয়াবা ক্রয়- বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে আমতলী থানার এস আই আব্দুল হাই ফকির সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এস আই আব্দুল হাই ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইসেন মামলা দায়ের করেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যাবসায়ীকে রবিবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।
পিএম