মনপুরায় অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ভোলার মনপুরায় শীতার্ত অসহায় ছিন্নমূল ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম মিঞা।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে উত্তর চরফৈজুদ্দিন বহুমুখী ইসলাময়িা মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ও উপজেলার ৪টি ইউনিয়নের শীতার্ত অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক প্রেসক্লাব সভাপতি আমির হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক নজরুল ইসলাম মামুনসহ অন্যান্যরা।
এমবি
