বরগুনা প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

শুক্রবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় মিলিত হন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় করেন সাবেক সভাপতি চীত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, জহিরুল হাসান বাদশা, মনির হোসেন কামাল, জাফর হাওলাদার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, রেজাউল ইসলাম টিটু, ফেরদৌস খান ইমন, মালেক মিঠু, সাইফুল ইসলাম মিরাজ, শাহ আলী প্রমুখ।
এ সময় বরগুনা শহরে সম্প্রতি ব্যপক চুরি বৃদ্ধি পাওয়ায় চোর ছিনতাইকারীর প্রতিরোধ করার আহবান জানান বরগুনা প্রেসক্লাবের সদস্যগন।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতায় অপরাধ নির্মূলে কাজ করা হবে।
এসময় অফিসার ইনচার্জের সাথে উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার এস আই জাহিদ হোসেন।
এইচকেআর