শূকর কিনতে এসে গুনতে হলো জরিমানা
বরগুনায় বন্য শূকর ক্রয়-বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শূকরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, একটি বন্য শূকর কিনে নিশানবাড়িয়া খেয়া পার হয়ে চলে যাওয়ার সময় সুখরঞ্জন নামে একজনকে আটক করে বন বিভাগ। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, শূকরটি তিনি তালতলীর তাতীপাড়ার রাখাইন নি অং চোকের কাছ থেকে কিনেছেন। এরপর বিক্রেতাকে হাজির করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে দুজনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে বরগুনা তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকায় এ ঘটনা।
তালতলীর বনবিভাগের উপজেলা বন কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, গোপনে শূকরটি নিয়ে যাবার সময় বন বিভাগের কর্মীরা সুখরঞ্জন নামের একজনকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন শূকরটির ক্রেতা-বিক্রেতাকে এই জরিমানা করা হয়।
এসএম