ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাসনে এতিমের সম্পত্তি দখলের পাঁয়তারা

চরফ্যাসনে এতিমের সম্পত্তি দখলের পাঁয়তারা
এতিমের জমি দখল করতে হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাসন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মাহাবুব আলম মিলনের বিরুদ্ধে জান্নাতুল ফেরদাউস নামের এক এতিম সন্তানের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে৷ এবিষয়ে ২৮ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে মাহাবুব আলম মিলন কে আসামি করে চরফ্যাসন থানায় একটি অভিযোগ দাখিল করেছেন৷

অভিযোগ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদাউস মৃত হাফিজ উদ্দিন হাওলাদারের তৃতীয় সন্তান মৃত মুজাহিদুল ইসলাম কুট্টি মিয়ার কন্যা৷ জান্নাতুল ফেরদাউসের বাবা মুজাহিদুল ইসলামের মৃত্যুর পর তার ছোট চাচা মাহাবুব আলম মিলন দীর্ঘদিন যাবত উক্ত এতিম পরিবারকে ভয়-ভীতি হুমকি-ধামকি দিয়ে আসছে, যাতে করে তাদের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করতে না পারে৷

এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় জান্নাতুল ফেরদাউস কাজের লোকজন নিয়ে চরফ্যাসন থানাধীন উত্তর ফ্যাসন মৌজার ভোগ দখলে বিদ্যমান পৈত্রিক জমিতে গেলে বিবাদী মাহাবুব আলম মিলন মহিলা-পুরুষ নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় তাদের ডাক চিৎকারে নুরে আলমসহ এলাকার লোকজন ছুটে আসলে বিবাদী মাহাবুব আলম মিলন জান্নাতুল ফেরদাউসকে খুন জখমের ভয় দেখায়।

ভুক্তভোগী জান্নাতুল ফেরদাউস বলেন, আমি বাবার একমাত্র সন্তান৷ বাবার মৃত্যুর পর আমার ছোট চাচা মাহাবুব আলম মিলনের অত্যাচার ও নির্যাতনের কারণে ঘর থেকে বাইরে আসতে পারছিনা৷ আমাদের সকল সম্পত্তি তার নামে দলিল দেয়ার জন্য দীর্ঘদিন যাবৎ হুমকি-ধামকি দিয়ে আসছে৷ আমাকে খুন করার হুমকিও দিচ্ছে ৷ তার হিংস্র আচরণে আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি৷

অভিযুক্ত মাহাবুব আলম মিলন বলেন, বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে চরফ্যাসন থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে৷ আমাকে থানা থেকে ডাকা হয়েছে, সেখানে বসাবসির মাধ্যমে মীমাংসা করা হবে৷

চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি৷ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এতিম পরিবারটি যেনো কোন প্রকারেই তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে৷


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন