ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

দৌলতখানে ১০ মণ জাটকা জব্দ

দৌলতখানে ১০ মণ জাটকা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  অভিযানে  কমপক্ষে ১০ মণ জাটকা জব্দ হয়।

উপজেলা মৎস্য  কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, মেঘনা নদীতে  জেলেদের নিধন করা জাটকা উপজেলার বিভিন্ন  ঘাটে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাঝির হাট, ঘোষের হাট ও এছহাক মোড় মাছঘাটে অভিযান চালিয়ে প্রায় ১০ মন জাটকা জব্দ করা হয়। 

জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা  ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে দৌলতখান থানার এ এসআই স্বরুপসহ পুলিশ সদস্যরা অংশ নেন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন