ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

৫০ শতাংশের কম ভ্যাকসিন প্রয়োগের তালিকায় ভোলা

৫০ শতাংশের কম ভ্যাকসিন প্রয়োগের তালিকায় ভোলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলছে জোরদমে। গত বছরের জানুয়ারিতে উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে শুরু হয় ভ্যাকসিন প্রয়োগ। এরপর প্রায় এক বছর পেরিয়ে এসে ভ্যাকসিন প্রয়োগে সাফল্যের হার নেহায়েত কম নয়। দেশের মোট জনসংখ্যার ৯ কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন।

তবে এখনো দেশের চারটি জেলায় ভ্যাকসিন প্রয়োগের হার ৫০ শতাংশের নিচে। এর মধ্যেসবচেয়ে কম ভ্যাকসিন গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসীরা। এই জেলায় ভ্যাকসিন প্রয়োগের হার ৪৫ দশমিক ০৭ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়ার মতোই পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ জেলা। এই জেলার মোট জনসংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৩৩৭ জন। এর মধ্যে অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১৩ লাখ ২৮ হাজার ৮৩৯ জন। অর্থাৎ এই জেলায় এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের হার ৪৫ দশমিক ৫৭ শতাংশ।

নেত্রকোনা জেলার মোট জনসংখ্যা ২৬ লাখ ৩৫ হাজার ৪৭ জন। এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ১২ লাখ ৯৩ হাজার ৫৮৪ জন। অর্থাৎ এই জেলায় এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের হার ৪৯ দশমিক ০৯১ শতাংশ। এটি দেশে এখন পর্যন্ত তৃতীয় সর্বনিম্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের হার।

শেরপুর জেলার ১৬ লাখ ছয় হাজার ৩৭৩ জনের মধ্যে এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন সাত লাখ ৯৬ হাজার ৫৭১ জন। জেলাটিতে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার হার ৪৯ দশমিক ৫৯ শতাংশ, যা চতুর্থ সর্বনিম্ন।

এর পরের অবস্থানেই রয়েছে ভোলা। এই জেলায় ২০ লাখ ৯৯ হাজার ৬১৪ জনের মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১০ লাখ ৫১ হাজার ৫৪৫ জন, যা মোট জনসংখ্যার ৫০ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও লক্ষ্মীপুরে ৫০ দশমিক ২১ শতাংশ, কিশোরগঞ্জে ৫০ দশমিক ৪৯ শতাংশ, হবিগঞ্জে ৫১ দশমিক ১৩৮ শতাংশ, ময়মনসিংহ জেলায় ৫১ দশমিক ১৫৪ শতাংশ ও সিলেট জেলায় ৫১ দশমিক ৮৬ শতাংশ জনসংখ্যা ভ্যাকসিনের প্রথম ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস) বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৯ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৭০৯ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮০ দশমিক ৬৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন গাজীপুর জেলায়। সরকারি হিসেবে এই জেলার মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ৮২৩ জন। এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার ১৬৬ জন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন