আমতলীতে মাঘের শীতে হানা দিয়েছে বৃষ্টি, জীবনযাত্রা স্থবির

বরগুনার আমতলীতে মাঘের শীতে হানা দিয়েছে বৃষ্টি। মাঘের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া আর থেমে থেমে বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হয়। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হননি কেউ। মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে আমতলীতে সকালের তাপমাত্রা নেমে আসে ১৩ ডিগ্রির নীচে দুপুর গড়িয়ে যা ১৭ ডিগ্রিতে পৌছায়।
একদিকে গা হীম করা কনকনে ঠান্ডা বাতাস, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঝিরঝিরে এই বৃষ্টি স্থবির করে দেয় মানুষের জীবনযাত্রা। মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে জেলা শহরে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বৃষ্টি ও ঠান্ডায় অনেকে কাজ ফেলে দ্রুত নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যান। গুরুত্বপূর্ণ কোনও কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হননি। এই বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। হঠাৎ নামা এ বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। এ ছাড়া সড়কগুলোতেও যান চলাচল ছিলো স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম।
অন্যদিকে, শীতের সঙ্গে বৃষ্টিতে বরাবরের মত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা। হিমেল বাতাসসহ বৃষ্টির কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিদের ঠান্ডার তীব্রতায় শ্বাসকষ্ট বেড়ে গেছে।
এইচকেআর