ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার" এ শ্লোগান নিয়ে ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভোলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সালেহ আহমেদ। ভোলা সরকারি গণগ্রস্থাগারের লাইব্রেরীয়ান মো. জালাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরামের সভাপতি মোঃ জুন্ন রায়হান প্রমূখ।
এসময় বক্তরা জাতীয় জীবনে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন সবাইকে বই পড়ার জন্য আহ্বান জানান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন