ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলারডুবি

 তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলারডুবি
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তালতলীতে অর্ধ কোটি টাকার মুদি মালামাল নিয়ে কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির একটি ট্রলার ডুবে গেছে। তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনদের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে আসে। রাতে তালতলী বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব তীরে বগীরদোনা খালের গোড়ায় এসে ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে ও স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা বরগুনা থেকে মালামাল প্রতি সপ্তাহের শনিবার উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির ট্রলারে আনেন। ঘটনার সময় ওই ট্রলারে জামাল মাঝির পরিবর্তে মাঝির দায়িত্বে ছিলেন তার ১৫ বছরের ছেলে জিহাদ। শনিবার মালামাল বোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশের সময় খালের মুখের ডুবোচরের সাথে ধাক্কা লাগে।

 এতে পায়রা নদীর স্রোতের তোড়ে পরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যবসায়ীর প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ছিল বলে জানা গেছে। ট্রলারের মালিক মাঝি জামাল কান্নারত অবস্থায় জানান, আকস্মিক কাজের জন্য ওই দিন তিনি ট্রলারে ছিলেন না। অন্য মাঝির সাথে তার ছেলে জিহাদও ছিলেন। ট্রলারটি খালে প্রবেশের সময় স্রোতের তোড়ে কাত হয়ে উপর দিয়ে পানি ঢুকে ডুবে যায়। তালতলী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আক্তার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন। ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করার সরঞ্জামাদি না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন