ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

লালমোহন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

লালমোহন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লালমোহনে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে এবং একই সাথে চুরির ঘটনায় হাসান উল্লাহ (২১) নামে একজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতর হাসান উল্লাহকে আটক করা হয়। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের বাসিন্দা মো. হাফেজ এর ছেলে।

জানা যায়, গত ২৯ জানুয়ারি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের লালমোহন আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে মঙ্গল সিকদার লঞ্চঘাটে যান বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোসলমান। এসময় ঘাটে মোটরসাইকেল রেখে লঞ্চে গেলে সুযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় হাসান উল্লাহ এবং পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের একটি গ্যারেজে মোটরসাইকেলটি মেরামতের জন্য দেয় সে। খবর পেয়ে গ্যারেজ থেকে মোটরসাইকেল ও ভুয়া মালিক হাসান উল্লাহ কে লালমোহন এনে পুলিশের হাতে সোপর্দ করেন আবুল কাশেম মোসলমানের লোকজন।

 এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪। লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় হাসান উল্লাহ নামে একজন কে আটকপূর্বক রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন