ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমুয়ার চরে ভেসে এসেছে মৃত্যু ডলফিন

আমুয়ার চরে ভেসে এসেছে মৃত্যু ডলফিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী পায়রা  (বুড়িশ্বর) নদীর পৌরশহরের আমুয়ারচরে আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি শুশুক প্রজাতির মৃত্যু ডলফিনটি দেখতে পান নদীতে গোসল করতে যাওয়া স্থানীয় কিছু শিশু, কিশোর ও জেলেরা।

প্রত্যক্ষদর্শি জেলে শুরাত গাজী জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে, অর্ধগলিত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি সকালের জোয়ারে সাগর থেকে ভেসে ওই চরে এসেছে।

স্থাণীয় সমাজসেবক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, সংবাদ পেয়ে মৃত্যু ডলফিনটি দেখতে গিয়েছিলাম। স্থাণীয় লোকজনকে মৃত্যু ডলফিনটিকে মাটিচাপা দিতে বললেও তারা সেটা না করে জোয়ারের পানিতে ভাসিয়ে দিয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, মৃত্যু ডলফিন ভেসে আসার কোন সংবাদ পাইনি। প্রত্যক্ষদর্শি স্থাণীয়দের উচিৎ চিলো ডলফিনটিকে মাটি চাপা দেওয়া।  

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন