ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে এমপি শাওন‘র মায়ের সুস্থতায় দোয়া

লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে এমপি শাওন‘র মায়ের সুস্থতায় দোয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লালমোহন প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মমতাময়ী মা হোসনেআরা চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন প্রেসক্লাবের আয়োজনে সোমবার সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন, মো. মাহাবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক আবদুস সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, সাহিত্য সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক শাহীন কুতুব, প্রচার সম্পাদক আবদুর রহমান নোমান, আইসিটি সম্পাদক শংকর মজুমদার, নির্বাহী সদস্য আবদুস সাত্তার, মিজানুর রহমান লিপু, সদস্য মাকসুদ উল্যাহ, তপতী সরকার, ফয়েজ উল্যাহ ফ্যাশন, জাহিদুল ইসলাম দুলাল, কোয়ালিটি টিভির সাংবাদিক ইব্রাহীম আকাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা আজীম উদ্দিন খান। উল্লেখ্য এমপি শাওনের মা হোসনেআরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন