বরিশাল মেরিন অ্যাকাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বরিশাল মেরিন একাডেমিসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘নবসৃষ্ট অবকাঠামো ও জলযান’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৬ মে) গণভবন থেকে ভার্চুয়ালি এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি। বেলা ১১ টায়ূ উদ্বোধনের সময় বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদিকুল আরেফিন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসহ অ্যাকাডেমি সংশ্লিষ্ট এবং বরিশালের বিশিষ্টজনরা।
একইদিন উদ্বোধন করা হয়েছে পায়রা আবাসন পুনর্বাসন কেন্দ্র। আর এই দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে বরিশালবাসীর বহু দিনের আকাঙ্খা। একই সাথে পায়রা বন্দর নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভুক্তভোগী জমির মালিকরাও পেতে যাচ্ছেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাড়ি।
পাশাপাশি বরিশালসহ দেশের উপকূলীয় অঞ্চলে যাত্রী পরিবহনের জন্য আরও দুটি জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এমভি তাজউদ্দীন আহমদ ও এমভি আইভি রহমান নামের জাহাজ দুটির একটি চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে চলাচল করবে। আর এর ফলে নদীপথে যাত্রা আরও সহজ এবং নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা ব্যবস্থা ডিজিটাল ও আন্তর্জাতিক মানে করার পাশাপাশি বিশ্ব নৌ-বাণিজ্য অর্থনীতিতে অবদান রাখতে কাজ করছে সরকার। এছাড়া সমুদ্রগামী জাহাজে দেশের নাবিকদের চাকরির বিশাল সুযোগও রয়েছে। আর এই চিন্তাধারা থেকেই মেরিন ক্যাডেট প্রশিক্ষণের জন্য স্থাপন করা হয়েছে বরিশাল মেরিন অ্যাকাডেমি। বরিশাল নগরীর উপকণ্ঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে গড়ে উঠেছে অত্যাধুনিক-দৃষ্টিনন্দন এই অ্যাকাডেমিটি।
বরিশাল গণপূর্ত ও গৃহায়ণ বিভাগ সূত্র জানায়, অ্যাকাডেমির অবকাঠামোগত কাজ এরই মধ্যে শেষ হয়েছে। যেখানে থাকছে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ভবন, ডরমেটরি, কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্টের ভবন ও কোয়ার্টার। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুইমিং পুল, প্যারেড স্কয়ার ও বৈদ্যুতিক সাব স্টেশন। আর এতে ব্যয় হয়েছে ১২২ কোটি ৭৬ লাখ টাকা। এখন একটি পূর্ণাঙ্গ মেরিন ইঞ্জিনিয়ারিং একাডেমি। শিক্ষার্থীরা উচ্চ-মাধ্যমিক পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হতে এখানে পড়াশোনা করতে পারবে। আর এখানে ক্রমান্বয়ে বছরে ৪০০ ক্যাডেটের পাশাপাশি সমুদ্রগামী মেরিনরা প্রশিক্ষণ গ্রহণ করবেন। আধুনিক এ মেরিন একাডেমিতে সব ধরনের সুযোগ সুবিধা রাখার মানসে এই প্রকল্পটির আকারও তাই ব্যাপক।
সংশ্লিষ্টরা জানান, মেরিন একাডেমিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে উচ্চ মাধ্যমিক শেষ করেই। প্রাথমিক অবস্থায় ২টি কোর্সে ভর্তি করা হবে শিক্ষার্থীদের। এগুলো হল প্রি-সি নটিক্যাল সাইন্স ও প্রি-সি মেরিন ইঞ্জিনিয়ারিং। ৪ বছর মেয়াদী এই দুটি কোর্স শেষে শিক্ষার্থীরা অর্জন করন প্রি-সি মেরিন মার্চেন্ট সনদ। জাতিসংঘের অঙ্গ সংস্থা মেরিটাইম অর্গানাইজেশন সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির নিয়ন্ত্রণে পরিচালিত হবে অ্যাকাডেমটি। এখান থেকে উত্তীর্ণরা চাকরির সুযোগ পাবেন জাহাজ চালনা, নৌ-প্রকৌশল, ইলেকট্রিক ও যোগাযোগ ব্যবস্থা বিভাগে।
অপরদিকে নবউদ্বোধনকৃত আবাসন পুনর্বাসন কেন্দ্রের আওতায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দর নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভুক্তভোগী জমির মালিকরাও পেতে যাচ্ছেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাড়ি। জমির মালিকদের পুনর্বাসনের জন্য প্রাথমিক পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৫০০টি বাড়ি হস্তান্তর করা হবে। এছাড়া ৩ হাজার ৪২৩টি পরিবারকে পুনর্বাসন করা হবে পর্যায়ক্রমে। তাদের জন্য জীবন ও কর্মমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বিআইডব্লিউটিসির উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ও সি-ট্রাক বহরকে দক্ষ ও যুগোপযোগী করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক জাহাজ ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এবং ‘এমভি আইভি রহমান’। জাহাজ দু’টি চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল এবং কুমিরা-গুপ্তছড়া রুটে যাত্রী বহন করবে। জাহাজ দুটির মাধ্যমে বছরে অন্তত ৬ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এম বাপ্পি/এমবি
