ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল 

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল 
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।  সোমবার সকালে উপজেলার গার্লস স্কুল সংলগ্ন  প্রিয়লাল দাশ গুপ্তের বাড়িতে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী সাবেক স্কুল শিক্ষক নবকুমার দাশগুপ্ত  জানান,  স্থানীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার গত কয়েক মাস যাবৎ পরিবারের সদস্যদের ভয়ভীতি, হুমকি-ধামকি দিয়ে জমি দখলের চেষ্টা করে আসছে।

‍এরি ধারাবাহিকতায় সোমবার সকাল ৭টায় স্থানীয় বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে ডাক্তার বাড়ির  প্রিয়লাল ডাক্তারের বাড়ির জমিতে প্রবেশ করে গাছ কেটে বেড়া দিয়ে জমি দখল করে নেয়।

এ ঘটনা উজিরপুর মডেল থানায় জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায় পুলিশ। তবে  পুলিশ আসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, আমি ছুটি থেকে মাত্র এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন দ্রুত মামলা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ঘটনা সঠিক বিচার পায়, সেটি নিশ্চিত করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন