আমতলীতে সবজি ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে ‘পারিবারিক পুষ্টি বাগান’
.jpg)
বরগুনার আমতলী উপজেলা কৃষি দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় বাগান গড়ে তোলা হয়েছে। কৃষক বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলদী গাছ রোপনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারবে বলে আশা করছেন কৃষকরা।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে মওসুম ভিত্তিক খরিপ-১ খরিপ-২, রবি খরিপ-১ তিনটি ধাপে ৩২ একর জমিতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বছরব্যাপী সার ও সবজির বীজ সরবরাহ করবেন।
ইতোমধ্যে পুঁইশাক, গিমা কলমি, লালশাক, বেগুন,মূলা, বরবটি, ঝিংগা, পালংশাক, লাউ, শিম, মিষ্টি কুমড়া, করলা, ধনিয়াসহ ফলদ বৃক্ষ মাল্টা, পেয়ারা, কদবেল সরাবরাহ করেছেন। প্রতিটা কৃষকের মাঝে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।
কৃষক হারুন অর রশিদ বলেন, কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় বিষ মুক্ত সবজি চাষ করে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মিটাতে পারবো বলে আশা করছি। ফলন ভালো হয়েছে। সামান্য কিছু উঠিয়েছি। এখনও সব ফসল তোলার উপযুক্ত হয়নি।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, অনাবাদি পতিতজমি ও বসত বাড়ির আঙিনায় বিষ মুক্ত সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিষ মুক্ত সবজি বিক্রি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারবে বলে বিশ্বাস।
এমইউআর