আমতলী সরকারী কলেজে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

বরগুনার আমতলী সরকারী কলেজে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল আমতলী সরকারী কলেজ জাতীয়করণ হয়। জাতীয়করণ হওয়ার পরপরই অনেক শিক্ষক অবসরে যান। ওই সময় থেকে দেখা দেয় শিক্ষক সংকট। বর্তমানে কলেজটিতে চরম শিক্ষক সংকট রয়েছে।
কলেজে স্নাতক ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে ২ হাজার ৭৩৬ জন ছাত্র-ছাত্রী। কলেজে ২২টি বিষয়ে পাঠদান করা হয়। জাতীয়করণের পর থেকে এই ২২ বিষয়ের মধ্যে ৮টি বিষয়ের শিক্ষক নেই। শিক্ষক না থাকায় ওই ৮ বিষয়ে পাঠদান বন্ধ রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান অবসরে যান। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষ পদও শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের কার্যক্রম। ৫ বছর ধরে শিক্ষকেরা অবসরে গেলেও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ দিচ্ছে না এমন অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহম্মেদের। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহম্মেদ বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরে শিক্ষক চেয়ে আবেদন করেছি, কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। চাহিদামত শিক্ষক, করণিক ও অফিস সহায়ক নিয়োগ না দেওয়া হলে কলেজের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।’
এমইউআর