ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলী সরকারী কলেজে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

আমতলী সরকারী কলেজে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী সরকারী কলেজে শিক্ষক সংকটে  ব্যাহত হচ্ছে পাঠদান। জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল আমতলী সরকারী কলেজ  জাতীয়করণ হয়। জাতীয়করণ হওয়ার পরপরই অনেক শিক্ষক অবসরে যান। ওই সময় থেকে দেখা দেয় শিক্ষক সংকট। বর্তমানে কলেজটিতে চরম শিক্ষক সংকট রয়েছে।

কলেজে স্নাতক ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে ২ হাজার ৭৩৬ জন ছাত্র-ছাত্রী। কলেজে ২২টি বিষয়ে পাঠদান করা হয়। জাতীয়করণের পর থেকে এই ২২ বিষয়ের মধ্যে ৮টি বিষয়ের শিক্ষক নেই। শিক্ষক না থাকায় ওই ৮ বিষয়ে পাঠদান বন্ধ রয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান অবসরে যান। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষ পদও শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের কার্যক্রম। ৫ বছর ধরে শিক্ষকেরা অবসরে গেলেও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ দিচ্ছে না এমন অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহম্মেদের। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আহম্মেদ বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরে শিক্ষক চেয়ে আবেদন করেছি, কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। চাহিদামত শিক্ষক, করণিক ও অফিস সহায়ক নিয়োগ না দেওয়া হলে কলেজের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন