ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় প্রান্তিক জেলেদের মাঝে গাভী বিতরণ

ভোলায় প্রান্তিক জেলেদের মাঝে গাভী বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিষেধাজ্ঞা কালিন সময়ে বেকার জেলেদের বিকল্প কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ভোলায় প্রান্তিক জেলেদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন প্রাধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই গাভী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ১০ প্রান্তিক জেলেকে গাভী দেওয়া হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা  প্রকল্পের আওতায় গরু পালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান এ উদ্যোগ নেয়া হয়। পর্যায় ক্রমে জেলার সাড়ে তিন হাজার জেলেকে গাভীকে প্রাদান করা। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জামাল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে  মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস সংরক্ষন আইন বাস্তবায়ন এবং জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন