ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

ভোলায় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী ভোলার ৩ মহিলা বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই সম্মাননা স্বরক তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

সম্মাননা প্রাপ্ত ৩ মহিলা মুক্তিযোদ্ধারা হলেন, চরফ্যাশন উপজেলার ফরিদা বেগম, দৌলতখান উপজেলার নুরন্নাহার, বোরহানউদ্দিন উপজেলার বিন্দু রানীশার্মা।

সম্মাননা অনুষ্ঠানে ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা তথ্য অফিসার নুরুল অমিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবু হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ অহিদুর রহমান প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ সম্মননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।  
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ আবাদ বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি মহিলা বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণ ছিলো বীরত্বগাঁথা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন