ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনায় বসত ঘরে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বরগুনায় বসত ঘরে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনির হোসেন গাজীর (৪৫) বাড়ি আগুনে বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৪ লক্ষাধীক টাকার সমমূল্য জিনিষপত্র ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

প্রতক্ষদর্শী মানিক হাওলাদার জানান, মনির গাজী তার মামাতো বোনের স্বামীর মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িত অবস্থান করায় মনির গাজীর নিজের বসতঘর তালাবদ্ধ রেখে চলে যান। স্থানীয়রা ঘরের মধ্যে আগুন দেখতে পেয়ে মনির গাজীকে জানালে তাৎক্ষণিক বাড়ির উদ্দেশ্যে চলে আসে পরবর্তীতে স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আবু জাফর জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন