ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোন

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের বাস্ততবায়নে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। আলোচনা শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।

প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিতি করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শের প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের (পিএএ) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার,  খামারিদের মধ্যে ডেইরী এসোসিয়েশনের সহ-সভাপতি বাবু সচীন্দ্র চন্দ্র দাস প্রমুখ।

প্রদর্শনীতে ৪৫টি স্টলের মাধ্যমে খামারীরা তাদের উন্নতজাতের গবাদি পশু-পাখি ও হাঁস-মুরগি প্রদর্শন করেন। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি প্রাণিসম্পদ সম্পর্কিত স্টল ও বিভিন্ন প্রাণি প্রযুক্তি পরিদর্শন করা হয়। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারীদের মাঝে সার্টিফিকেট ও নগদ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন