নির্বাচনী সহিংসতা মামলায় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক কারাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিজ্ঞ হাকিম রাসেল মজুমদার তাদেরকে জেল হাজতে পাঠায়।
আদালত সূত্রে জানাগেছে, ওই মামলায় আরো ৮ জন আসামীকে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এডঃ চৌধূরী কামরুজ্জামান সগির, জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কবীর হোসেন, ছাত্রলীগ নেতা আল-আমীন, মুন ফরাজী, যুবলীগ নেতা অমি তালুকদার ও মো. রাব্বি।
মামলা সূত্রে জানাগেছে, গত বছর ২১ জুন প্রথম ধাপে বামনা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পূর্বে এই নির্বাচনটি ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
ওই স্থগিত হওয়া নির্বাচনের পূর্বে গত ২২ মার্চ উপজেলার গোলচত্ত্বরে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ও বিদ্রোহ সতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। পরবর্তীতে ওই ঘটনার একদিন পরে গত ২৩ মার্চ বরগুনা কোর্টে বিদ্রোহী সতন্ত্র প্রার্থী তারিকুজ্জামান সোহাগের স্ত্রী রাজিয়া আক্তার বাদি হয়ে ২৬ জন আওয়ামী সমর্থীত নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করেন।
ওই মামলায় বিজ্ঞ আদালত ১০ জন আসামীকে হাজির হতে নির্দেশ দেন। বুধবার ওই মামলায় প্রথম শুনানীর দিন আওয়ামী সমর্থীত নেতাকর্মীরা হাজির হতে গেলে বিজ্ঞ আদালত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৮ জনকে জামিন প্রদান করেন।
এইচকেআর