ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ফয়সাল (১৫) নামের কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী নিহত  হয়েছেন। আহত হয়েছে নুরুল ইসলাম সিকদার (৪০) বশির মল্লিক (৪৫) অজ্ঞাত (৩৫) তিনজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেব বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈগল পরিবহন নামে কলাপাড়াগামী একটি যাত্রীবাহী বাস  কলাপাড়া আমতলী মহাসড়কের সাহেব বাড়ি বাসষ্ট্যান্ড  অতিক্রম করার সময়  বিপরীত দিক থেকে আসা  অটো রিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা যাত্রী  উপজেলা কুকুয়া ইউনিয়নের কালিপুর গ্রামের ফোরকান প্যাদার ছেলে ফয়সাল (১৫) ঘটনাস্থলে মারা যায়।

এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সুত্রে জানা গেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুর রহমান জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের  জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন