ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাসনে কমিউনিটি রেডিও মেঘনার ৭ম বর্ষপূর্তি পালিত

চরফ্যাসনে কমিউনিটি রেডিও মেঘনার ৭ম বর্ষপূর্তি পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপকূলের কন্ঠস্বর, উপকূলবাসীর উন্নয়নসঙ্গী" এ শ্লোগানকে পথচলার প্রত‍্যয় নিয়ে দ্বীপ জেলা ভোলা চরফ‍্যাসন উপজেলার একমাত্র কমিউনিটি রেডিও মেঘনায় স্থানীয়  কিশোরী ও যুবনারী দ্বারা পরিচালিত  চরফ্যাসন উপকূলীয় গণমানুষের মুখপাত্র রেডিও মেঘনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এবার অষ্টম বছরে পর্দাপন করলো রেডিও মেঘনা।

শুক্রবার বার সকাল ১১ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ এর নির্বাহী  অফিসার  এর কার্যালয়ে কেক কাটার মধ‍্য দিয়ে পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাহী  কর্মকর্তা  আল নোমান ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। এছাড়া  বিভিন্ন দপ্তরের সরকারী কর্মর্কতাসহ সাংবাদিক ও রেডিও মেঘনার কর্মীবৃন্দ উপস্থিতি ছিলেন। উক্ত  অনুষ্ঠানে অতিথিবৃন্দ রেডিও মেঘনার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম এর সাফল‍্য কামনা করেন।

উল্লেখ্য ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি রেডিও মেঘনার যাত্রা শুরু হয় ভোলার চরফ্যাসনে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন