ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

ভোলায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী,    ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি)  মামুন আল ফারুক, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,  জেলা প্রশাসন ও জেলা পুলিশের সদস্য বৃন্দ।

 

উল্লেখ্য মানবিক সহায়তা হিসেবে ১৬.৫ কেজির নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় যেখানে রয়েছে চাল-১০ কেজি, ডাল-১ কেজি, লবণ-১ কেজি, চিনি-১ কেজি, চিড়া-২ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, নুডলস-৫০০ গ্রাম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন