ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

জন্ম নিবন্ধন: মিষ্টি নিয়ে হাজির হলেন নবজাতকের বাড়িতে

জন্ম নিবন্ধন: মিষ্টি নিয়ে হাজির হলেন নবজাতকের বাড়িতে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক করেছেন সরকার। যথাসময়ে শিশুর জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হলেন ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার  চর কুকরি মুকরি ইউনিয়নে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ভোলার চরফ্যাসন উপজেলাধীন চর কুকরি মুকরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবীনগর এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

ইউপি সদস্য শাজাহান খোকন হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এমন কাজ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য করে যাচ্ছি।

এ বিষয়ে কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করা হয়। সে আইন অনুযায়ী বর্তমানে কোন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম নিবন্ধনের নির্দেশনা বাস্তবায়ন করতে পরিষদের মাসিক মিটিংয়ে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো ওয়ার্ডে নবজাতক ভূমিষ্ট হওয়ার সংবাদ শুনলে শিশুর জন্ম নিবন্ধনে অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ফুল ও মিষ্টি নিয়ে হাজির হবেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অত্র ইউনিয়নের জনগণ সঠিক সময়ে সন্তানের জন্ম নিবন্ধন করতেছে বলেও জানান চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন