ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় লঞ্চের ধাক্কায় দুই পা হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু স্বাধীন

ভোলায় লঞ্চের ধাক্কায় দুই পা হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু স্বাধীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কালীগঞ্জ ঘাটে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় শিশু হামিদুর রহমান স্বাধীনের (৬) পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ব্যানারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও শিশু স্বাধীনের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিশু স্বাধীনের বাবা মো. হাসান আলী বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আমার পরিবারসহ ভোলা ইলিশা ঘাট থেকে মেহেন্দীগঞ্জের উদ্দেশে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে রওনা হই। লঞ্চটি মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ (উলানিয়া) ঘাটে না বেঁধে চলতি অবস্থায় যাত্রীদের নামায়। আমার পরিবারসহ শতাধিক তখন ঘাটে নামে। হঠাৎ পেছন থেকে লঞ্চটি সজোরে টার্মিনালে ধাক্কা দেয়।

এ সময় আমার ছোট ছেলে স্বাধীন আমার হাত থেকে ছিটকে লঞ্চ ও টার্মিনালের মাঝে চাপে পড়ে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ছেলে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এ দুর্ঘটনার পরপরই এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি দ্রুত ঘাট ত্যাগ করে পালিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্য জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ। আর এই লঞ্চের চালক ও স্টাফদের খামখেয়ালি ও গাফিলতিতে ভোলাবাসী তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং স্বাধীনের চিকিৎসার জন্য ক্ষতিপূরণের দাবি জানান। মানববন্ধন শেষে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় ভুক্তভোগীর পরিবার।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন