ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে মাতৃভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা

আমতলীতে মাতৃভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অর্থপেডিক্স ডা: মো.  রিয়াজ মৃধার উদ্যোগে  তার পিতা মাতার নামে প্রস্তাবিত রফিক-নুরজাহান হসপিটাল তার নিজ বাড়ীতে  এ সেবা প্রদান করা হয়।

শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে  পূর্বচিলা, হলদিয়া, ধানখালী, আমতলী সদর  ইউনিয়নের ৫ শতাধিক  মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বরিশাল, পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডাঃ রিয়াজ মৃধা, ডাঃ শোয়েব এইচ খান, ডাঃ আকিব জাবেদ,এবিএম তানজীরুল ইসলাম, ডাঃ ফাইজুর রহমান, ডাঃ ডলি বিনতে হক  চিকিৎসা সেবা  প্রদান করেন।

ডাঃ মো.রিয়াজ মৃধা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার বাবা-মায়ের  নামে প্রস্তাবিত  হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন