ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরগুনার সেই তিন বোনকে পৈত্রিক জমি ও ভিটা ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

বরগুনার সেই তিন বোনকে পৈত্রিক জমি ও ভিটা ফিরিয়ে দিলেন পুলিশ সুপার
তিন বোনকে নিয়ে তাদের পৈত্রিক ভিটা পরিদর্শন করেন বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দখল হয়ে যাওয়া জমি ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন করা সেই ৩ বোনের বাড়ি পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই ৩ বোনকে নিয়ে তাদের পৈত্রিক ভিটা বামনায় যান তিনি। এসময় তাদের ঘর এবং জমি ফিরিয়ে দেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন পুলিশ সুপার।

এর আগে পৈত্রিক ভিটা ফিরে পেতে বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন শুরু করেন বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের তিন মেয়ে রুবি আক্তার, জেসমিন আক্তার ও মোসাঃ রোজিনা।

এসময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেন তারা। পরে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক অনশন ভাঙিয়ে তিন বোনকে নিয়ে তাদের বাড়ি বামনার গোরাঘাটা যান।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বামনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ৩ বোনকে তাদের পৈত্রিক জমি বুঝিয়ে দেন। এছাড়াও তাদের জমিতে বসতঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা সহায়তা দেন। ভবিষ্যতেও তাদের সহায়তার আশ্বাস দেন পুলিশ সুপর।

বড় বোন রুবি আক্তার বলেন, আমাদের মা-বাবা নাই, ভাইটিও ৭ বছর আগে দুর্ঘটনায় মারা যায়। আমার চাচারা গ্রামের প্রভাবশালীদের ইন্দনে আমাদের বাবার জমি ও ঘর দখল করে নিয়েছিলো। পরে এসপি স্যারের হস্তক্ষেপে জমি বুঝে পেয়েছি। তিনি আমাদের ঘর বানানোর জন্য সহায়তা দিয়েছেন। আমরা এতিম তিন বোন এসপি স্যারের কাছে কৃতজ্ঞ।

এবিষয়ে বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, তারা বরগুনায় অনশনে বসেছিলো। আমি তাদের নিয়ে তাদের বাড়িতে যাই। তাদের ঘর নির্মাণের জন্য নগদ ৩০ হাজার টাকা সহায়তা দেই। পরবর্তীতে আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো।


কে আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন