ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে সূর্যমুখীর ভালো ফলনরে সম্ভাবনা

আমতলীতে সূর্যমুখীর ভালো ফলনরে সম্ভাবনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে  সূর্যমুখী ফুলের হাসিতে ফুটে উঠেছে উপজেলার গ্রামগুলোতে । আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় কৃষকরা সূর্যমুখী ফুলের ভালো ফলনের আশা করছেন। বর্তমানে সূর্যমুখীর অধিকাংশ গাছেই ফুল ফুটেছে।

আমতলী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমতলী উপজেলায় ৪০ হেক্টর জমিতে  সূর্যমূখীর চাষ হয়েছে ।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে  সুর্যমুখীর  ৬৫টি প্রদর্শনীর মাধ্যমেও সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষকরা।  এছাড়া টাটা কোম্পানীর মাধ্যমে ১০০০ কৃষককে হাইসান সুর্যখীর বিজ সার ও নগদ  অর্থও দেওয়া হয়েছে কৃষকদের।

আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের  মো. নুরু মিয়া, ১২৫ শতাংশ জমিতে সূর্যমূখী চাষ করেছি। বৃষ্টি না হওয়ায় এ বছর খরচ বেশী হয়েছে  ফলন  ও ভালো হয়েছে ।

গুলিশাখালী  গ্রামের  কৃষক  জয়নাল মিয়া  বলেন, গত বছর অন্যের কাছ থেকে সূর্যমুখী ফুলে বীজ নিয়ে অল্প পরিমাণ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। তাই চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় ১০০ শতাংশ জমি লিজ নিয়ে সূর্যমুখী ফুলের চাষ করেছি। এটি খুবই লাভজনক একটি ফসল। 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিএম রেজাউল করিম  বলেন, বেশি লাভজনক ফসল সূর্যমুখী। আশা করি এ ভচর বাম্পার ফলন হবে।  জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহী করে ৬৫ টি প্রদর্শনী করা হয়েছে। ওই সকল প্রদর্শনী করা কৃষকদের নগদ অর্থ,হাইসান-৩৩ বীজ ও সার বিতরন করা হয়।  আমরা কৃষকদের লাভজনক ফসল সূর্যমুখী, ভুট্টা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন