ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, পরিবারে খুশির বন্যা

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, পরিবারে খুশির বন্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া বেগম নামে এক গৃহবধূ। এদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা সদরের মোহনা ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।

সুমাইয়া বেগম উপজেলার চরভূতা ইউনিয়নের ইব্রাহিমের স্ত্রী।

মোহনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমাইয়ার স্বামী ইব্রাহিম স্থানীয় একটি কিন্ডারগার্টেনের পরিচালক। তাদের সংসারে ছয় বছরের আরেকটি মেয়ে রয়েছে।

নতুন করে আরও তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে খুশির বন্যা বইছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন