একসঙ্গে ৩ সন্তানের জন্ম, পরিবারে খুশির বন্যা


ভোলার লালমোহনে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া বেগম নামে এক গৃহবধূ। এদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা সদরের মোহনা ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।
সুমাইয়া বেগম উপজেলার চরভূতা ইউনিয়নের ইব্রাহিমের স্ত্রী।
মোহনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমাইয়ার স্বামী ইব্রাহিম স্থানীয় একটি কিন্ডারগার্টেনের পরিচালক। তাদের সংসারে ছয় বছরের আরেকটি মেয়ে রয়েছে।
নতুন করে আরও তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে খুশির বন্যা বইছে।
এইচকেআর
